অনলাইনে যারা আবেদন করেছেন তাদেরকে ভর্তির সময় নিম্নোক্ত ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে :
১) অনলাইন আবেদনের প্রিন্ট কপি
২) বাবা ও মায়ের এনআইডির ফটোকপি
৩) *স্টুডেন্টের জন্ম নিবন্ধনের ফটোকপি
৪) বাবা ও মায়ের ০১ কপি করে পাসপোর্ট সাইজের ছবি
৫) স্টুডেন্টের দুই কপি *পাসপোর্ট সাইজের ছবি
৬) অনলাইন এডমিট কার্ডের ফটোকপি
৭) এখন সে যে প্রতিষ্ঠানে পড়তেছে ওই প্রতিষ্ঠানে থাকা অবস্থায় সর্বশেষ যে রেজাল্ট পেয়েছে তার ফটোকপি অথবা বেতন-রশিদ এবং স্টুডেন্ট আইডির ফটোকপি।
*
সরাসরি অফিসে এসে যারা আবেদন করেছেন তাদেরকে ভর্তির সময় নিম্নোক্ত ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে*** :(তবে পূর্বে জমা দিয়ে থাকলে এখন লাগবে না)
১) এডমিট কার্ডের ফটোকপি
২) বাবা ও মায়ের এনআইডির ফটোকপি
৩) স্টুডেন্টের জন্ম নিবন্ধনের ফটোকপি
৪) বাবা ও মায়ের ০১ কপি করে পাসপোর্ট সাইজের ছবি
৫) স্টুডেন্টের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
৬) এখন সে যে প্রতিষ্ঠানে পড়তেছে সে প্রতিষ্ঠান থেকে সর্বশেষ যে রেজাল্ট পেয়েছে তার ফটোকপি অথবা বেতন রশিদ এবং স্টুডেন্ট আইডির ফটোকপি