ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকগণ।
আগামী ০১ তারিখ হতে সকল শ্রেণির কার্যক্রম শুরু হবে। (উপস্থিতির সময় সকাল-৮.৩০)

আগামীকাল (৩১ তারিখ) সবাইকে হোয়াটস এপ গ্রুপে সংযুক্ত করা হবে। কেও বাদ পরলে ০১ তারিখ স্কুলে ক্লাস টিচার এর সাথে যোগাযোগ করবেন।

ক্লাস টিচার ও শিক্ষার্থীদের নামীয় তালিকা, সেকশন লিস্ট ইনফো বোর্ডে দেয়া থাকবে।

বিস্তারিত ইনফো নিজস্ব গ্রুপগুলোতে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *